টাঙ্গাইলের সখীপুরে অজ্ঞাত এক ব্যক্তির ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার দুপুরে উপজেলার বহেড়াতৈল ইউনিয়নের বেতুয়া পশ্চিম পাড়া গ্রামের শহীদুর রহমানের বসত বাড়ির পূর্বপাশ থেকে এ লাশ উদ্ধার করা হয়। এ ঘটনায় সখীপুর থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে।
পুলিশ জানায়, বাড়ির পাশে কাঁঠাল গাছে ঝুলন্ত অবস্থায় অজ্ঞাত এক ব্যক্তির লাশ দেখে পুলিশকে খবর দেয় স্থানীয়রা। সংবাদ পেয়ে ঘটনা স্থল থেকে প্রায় ৪০ বছর বয়সী এক ব্যক্তির লাশ উদ্ধার করা হয়। লাশের উচ্চতা প্রায় ৫ ফুট ৬ ইঞ্চি, গায়ের রঙ শ্যামলা। তার পরনে চেকের লুঙ্গি এবং লুঙ্গির কোচের ভেতরে একটি সাদা শার্ট ছিল।
সখীপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা এ.কে সাইদুল হক ভূঁইয়া বলেন, লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। এখনো লাশের পরিচয় পাওয়া যায়নি। এ ঘটনায় অপমৃত্যুর মামলা নেয়া হয়েছে।
বিডি প্রতিদিন/আবু জাফর