টাঙ্গাইলের ধনবাড়ীতে হাবিবুর রহমান হাফিজুর (৩৬) নামে এক মোটরসাইকেল চোর চক্রের সদ্যস্যকে গ্রেফতার করেছে ধনবাড়ী থানা পুলিশ। গ্রেফতার হওয়া হাফিজুর উপজেলার বলদিআটা গ্রামের মুনছের আলীর ছেলে।
পুলিশ জানান, শনিবার সন্ধ্যায় ধনবাড়ী উপজেলার কাউনিয়া বাজারে এক ব্যক্তি তার ব্যবহৃত মোটরসাইকেলটি রেখে বাজারে করতে গেলে হাফিজুর মোটরসাইকেলটি কৌশলে তালা খুলে চুরির করার সময় স্থানীয় জনতার তাকে হাতেনাতে ধরে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করে।
ধনবাড়ী থানার এসআই মো. সুরুজ্জামান ঘটনার সত্যতা স্বীাকার করে জানান, আজ তার বিরুদ্ধে মামলা দায়ের করে তাকে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।
বিডি প্রতিদিন/আল আমীন