তিস্তা চুক্তি সই ও মহাপরিকল্পনা বাস্তবায়নসহ ৬ দফা দাবিতে তিস্তাপারের ২৩০ কিলোমিটার এলাকা জুড়ে দোকানপাট বন্ধ রেখে ১০ মিনিটের স্তব্ধ কর্মসূচি পালন করেছে তিস্তা বাচাও নদী বাচাও সংগ্রাম পরিষদ।
আজ বুধবার বেলা ১১টা থেকে ১১.১০ মিনিট পর্যন্ত এই স্তব্ধ কর্মসূচি পালন করা হয়। নীলফামারীর ছাতিয়ানি-গাইবান্ধার সুন্দরগঞ্জ পর্যন্ত ২৩০ কিলোমিটার এলাকাজুড়ে এ কর্মসূচি পালন করা হয়।
এ সময় তিস্তা পারের হাট বাজার বন্দরের সমস্ত দোকানপাট বন্ধ রেখে দোকানদারসহ ভুক্তভোগী মানুষ মানববন্ধনে অংশ নেন। কিছু সময়ের জন্য যাতায়াত বন্ধ হয়ে যায় রংপুর-লালমনিরহাট আঞ্চলিক সড়ক।
তিস্তা বাঁচাও নদী বাঁচাও সংগ্রাম পরিষদ এর স্ট্যান্ডিং কমিটির সদস্য ডক্টর তুহিন ওয়াদুদ বলেন, উত্তরের জীবন রেখা আজ মরতে বসেছে, এই জীবন রেখা তিস্তাকে বাঁচানোর জন্য আমরা আজ ১০ মিনিট স্তব্ধ কর্মসূচি পালন করেছি।
বিডি প্রতিদিন/আবু জাফর