নেত্রকোনায় অস্ত্র আইনে মামলার রায়ে দুই আসামিকে ১০ বছর করে সশ্রম কারাদণ্ড দিয়েছেন জেলা যুগ্ম জজ আদালতের বিচারক। বুধবার (২৪ মার্চ) বিকালে নেত্রকোনা যুগ্ম জেলা ও দায়রা জজ দ্বিতীয় আদালতে এ রায় দেন স্পেশাল ট্রাইবুনাল-৪ এর বিচারক মোহাম্মদ শহিদুল ইসলাম।
কারাদণ্ড প্রাপ্তরা হলেন- জেলার দুর্গাপুর উপজেলার বাগিচাপাড়ার আজিজুল ইসলামের ছেলে মো. তাজুল ইসলাম তাজু (পলাতক) ও একই উপজেলার বাহেরাউড়া গ্রামের মৃত রাজ মাহমুদের ছেলে মো. মজিম। গত ২০১৩ সালে অস্ত্র আইনে দায়ের করা দুর্গাপুর থানার মামলায় স্বাক্ষ্য গ্রহণ প্রক্রিয়া শেষে এ রায় দেয় আদালত।
আদালত সূত্রে জানা যায়, গোপন সংবাদে ক্রেতা সেজে গত ২০১২ সনের ১৯ ডিসেম্বর আসামিদেরকে দু'টি রিভলবারসহ ৩ জনকে আটক করে র্যাব বাহিনী। এসময় তাদের কাছ থেকে গাঁজা ও মোটরসাইকেল উদ্ধার করা হয়। পরে ২০১৩ সনের ৩০ অক্টোবর অভিযোগ গঠন করে একজনকে চার্জশিট থেকে বাদ দেওয়া হয়। অপর দুইজনের মধ্যে আসামি তাজুল জামিনে বের হয়ে গিয়ে পালিয়ে যান। মোট ১০ জনের স্বাক্ষ্য গ্রহণ শেষে আদালত এ রায় দেন।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ সিফাত