কুড়িগ্রামের ফুলবাড়ী সীমান্তবর্তী এলাকার একটি বাঁশঝাড় থেকে প্রায় এক মণ গাঁজা উদ্ধার করেছে বর্ডারগার্ড বাংলাদেশ (বিজিবি)। গতকাল মঙ্গলবার (২৩ মার্চ) দিবাগত রাতে উপজেলার কাশিপুর সীমান্ত এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে এসব গাঁজা উদ্ধার করা হয়। এ ব্যাপারে ১৫-বিজিবি ব্যাটালিয়নের পরিচালক লে.কর্ণেল এসএম তৌহিদুল আলম ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
তিনি বলেন, আমাদের বিজিবির এক সোর্সের মাধ্যমে জানতে পারি, উপজেলার সীমান্তবর্তী ৯৪২ নং পিলারের কাছে বাংলাদেশের অভ্যন্তরে কয়েকজন গাঁজা নিয়ে বাঁশঝাড়ে ঘোরাফেরা করছে। প্রায় দুই ঘন্টা অভিযান চালিয়ে ঘটনাস্থল থেকে ৯টি প্যাকেটে মোড়ানো অবস্থায় প্রায় সাড়ে ৩৭ কেজি গাঁজা উদ্ধার করা হয় যার আনুমানিক মূল্য এক লাখ ৩১ হাজার ২৫০ টাকা।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ সিফাত