চাঁপাইনবাবগঞ্জে যথাযোগ্য মর্যাদায় গণহত্যা দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে নবাবগঞ্জ সরকারি কলেজের উদ্যোগে ২৫ মার্চ গণহত্যার স্মৃতিচারণ ও আলোচনা সভার আয়োজন করা হয়।
বৃহস্পতিবার বেলা ১১টায় শিক্ষক মিলনায়তনে নবাবগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. শংকর কুমার কুন্ডুর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিশিষ্ট শিক্ষাবিদ কবি ও সাহিত্যিক বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক মোহাঃ ইব্রাহিম। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, নবাবগঞ্জ সরকারি কলেজের প্রফেসর মোখলেশুর রহমান, বাংলা বিভাগের প্রধান প্রফেসর ড. মাযহারুল ইসলাম তরু, প্রফেসর মোঃ দুরুল হোদা প্রমুখ।
বিডি প্রতিদিন/এ মজুমদার