কক্সবাজার-টেকনাফ মহাসড়কের মরিচ্যা যৌথ চেক পোস্টে রবিবার রামুর বিজিবি-৩০ ব্যাটালিয়নের সদস্যরা ৭০ হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে।সেই সাথে আটক করা হয়েছে সিএনজি চালককেও। টেকনাফ থেকে কক্সবাজারমুখি সিএনজি চালিত ট্যাক্সি নিয়েই চালক কৌশলে ইয়াবার চালানটি পাচার করছিলেন।
ইয়াবার চালানসহ আটক পাচারকারি সিএনজি চালক হচ্ছেন মো. জসিম উদ্দিন (৩২)। তিনি কক্সবাজার সদর উপজেলার খরুলিয়া ডেঙ্গাপাড়া গ্রামের মৃত নুরুল ইসলামের ছেলে।
বিজিবি রামু ৩০ ব্যাটালিয়ন এর ভারপ্রাপ্ত কোর্য়াটার মাষ্টার মোহাম্মদ জসীম উদ্দিন জানিয়েছেন, ব্যাটালিয়ানের অধিনায়ক লে. কর্ণেল ইব্রাহিম ফারুকের প্রাপ্ত গোপন সংবাদের ভিত্তিতে মরিচ্যা যৌথ চেকপোস্টের সদস্যরা কক্সবাজারগামী সিএনজি চালিত ট্যাক্সিটিতে তল্লাশি চালিয়ে ইয়াবার চালানটি উদ্ধার করে।
যৌথ চেক পোষ্টের নায়েব সুবেদার মো. মাহমুদুল হাসান জানান, চালক সিএনজির ভিতরে যাত্রী বসার সিটের পিছনে বিশেষভাবে লুকিয়ে সুকৌশলে পাচার করছিল চালানটি। উদ্ধার করা এ পরিমাণ ইয়াবার মূল্য দুই কোটি দশ লক্ষ টাকা। আটককৃত আসামিকে ইয়াবাসহ রামু থানায় সোপর্দ করা হয়েছে।
বিডি প্রতিদিন/এ মজুমদার