করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধে ও জনসচেতনা সৃষ্টির লক্ষে টাঙ্গাইলে মাস্ক ব্যবহার না করায় জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার দুপুরে শহরের গুরত্বপূর্ণ সড়ক ও শপিং মলে সদর উপজেলার সহকারি কমিশনা (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. খায়রুল ইসলামের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।
ভ্রাম্যমাণ আদালতের পাশাপাশি করোনাভাইরাস প্রতিরোধে মাইকিং এর মাধ্যমে স্বাস্থ্যবিধি মেনে চলতে জনগণকে সচেতন করা হয়। তিনি এসময় জনসাধারণের মাঝে মাস্ক বিতরণ করেন।
ম্যাজিস্ট্রেট মো. খায়রুল ইসলাম জানান, জেলা প্রশাসকের নির্দেশে করোনাভাইরাসে প্রতিরোধে শহরের বিভিন্ন এলাকায় জনসচেতনা সৃষ্টির লক্ষে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে। এ সময় মাস্ক ব্যবহার না করে চলাচল করায় ছয়জনকে ১৭০০ টাকা আর্থিক জরিমানা করা হয়েছে। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানান।
বিডি প্রতিদিন/এ মজুমদার