ফেনীর ফুলগাজী সিলোনিয়া নদী থেকে আলা উদ্দিন (৩৪) নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মৃত আলা উদ্দিন উপজেলার আনন্দ পুর ইউনিয়নের দক্ষিণ আনন্দপুর গ্রামের গঙ্গা নগরের ছালেহ আহম্মদ পাটোয়ারীর ছেলে। পেশায় একজন কৃষক ছিলেন। মঙ্গলবার (৩০ মার্চ) বিকেলে ফুলগাজী থানার পুলিশ তাঁর মরদেহ সিলোনিয়া নদী থেকে উদ্ধার করে।
জানা যায়, সোমবার (২৯ মার্চ) রাত নয়টার দিকে আলা উদ্দিন নদীর পাশে কৃষি জমিতে সেচের পানি দেওয়ার জন্য ঘর থেকে বের হয়। এরপর রাতে আর ঘরে ফিরেনি। মঙ্গলবার সকালে পরিবারের লোকজন বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করেন। পরে নিহতের বড় ভাই জাকির হোসেন নদীর পানিতে সেচ পাইপের পাশে ভাইয়ের মরদেহ দেখতে পান।
ফুলগাজী থানার উপ-পরিদর্শক (এসআই) মো. রাশেদুল হক জানান, মরদেহের শরীরে কোনো আঘাতের চিহ্ন নেই। ধারণা করা হচ্ছে রাতের দিকে হৃদরোগে আক্রান্ত হয়ে পানিতে ডুবে মারা গেছেন। ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ব্যপারে থানায় একটি অপমৃত্যুর মামলা করা হয়েছে।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ তাফসির