ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাব ভাঙচুর এবং সংগঠনটির সভাপতি ও টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক রিয়াজ উদ্দিন জামিসহ দায়িত্ব পালনকালে সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
বুধবার সকালে ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাবের সামনে আয়োজিত মানববন্ধনে সভাপতিত্ব করেন ব্রাহ্মণবাড়িয়া টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি মনজুরুল আলম।
গত ২৮ মার্চ হেফাজতে ইসলামের হরতাল চলাকালে সরকারি-বেসরকারি বেশ কয়েকটি স্থাপনাসহ ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাবে হামলা চালিয়ে ভাঙচুর করেছে হেফাজতের কর্মীরা। এছাড়া সাংবাদিকদের ওপর হামলার ঘটনাও ঘটেছে।
মানববন্ধনে বক্তব্য রাখেন ব্রাহ্মণবাড়িয়া টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সহ-সভাপতি আল আমিন শাহীন, সহ-সভাপতি আ ফ ম কাউসার এমরান, ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক জাবেদ রহিম বিজন, সিনিয়র সহ-সভাপতি পীযূষ কান্তি আচার্য্য, সহ-সভাপতি ইব্রাহিম খান সাদত ও প্রেস ক্লাবের সাবেক সভাপতি মো. আরজু প্রমুখ।
বিডি প্রতিদিন/এমআই