সিলেটের বিশ্বনাথ উপজেলায় হঠাৎ করে বৃদ্ধি পাচ্ছে করোনার নতুন রোগী। সম্প্রতি শনাক্ত হয়েছেন একাধিক নারী-পুরুষ। তবুও মাস্ক ব্যবহারে উদাসীন এ উপজেলার অধিকাংশ মানুষ। কোথাও মানা হচ্ছে না স্বাস্থবিধি। করোনার দ্বিতীয় ঢেউ মোকাবিলায় সরকারের দেয়া ১৮ দফা নিদের্শনার তোয়াক্কা করছেন না কেউ। করোনা মহামারির কঠিন এ সময়ে সবকিছুই চলছে স্বাভাবিক সময়ের মতো।
সরজমিন উপজেলা সদর ঘুরে দেখা যায়, মাস্ক না পরেই ঘোরাফেরা করছেন জনসাধারণ। চলছে গল্প-আড্ডা, কেনাকাটা, বাজার-সদাই সব কিছুই। সামাজিক দূরত্ব মানার বালাই নেই কোথাও। পথচারীদের সাথে কথা হলে অনেকেই জানান, করোনাতো গত বারও ছিল, তো কি হয়েছে? জীবন-মৃত্যু আল্লাহর হাতে। আল্লাহ না চাইলে কেউ এর থেকে বাঁচতে পারবে না। নানা প্রয়োজনে আমাদের বেরুতে হয়।
এ বিষয়ে কথা হলে বিশ্বনাথ উপজেলা নির্বাহী কর্মকর্তা বর্ণালী পাল বলেন, করোনা সংক্রমণ প্রতিরোধে ‘মাস্ক’র ব্যবহার নিশ্চিত করা ও সেই সাথে সরকারের ১৮ দফা নিদের্শনা বাস্তবায়নে পুলিশের টহল জোরদারের পাশাপাশি, ভ্রাম্যমাণ আদালতের কার্যক্রম অব্যাহত থাকবে।
বিডি প্রতিদিন/আল আমীন