সিদ্ধিরগঞ্জে জাতীয় ক্বিরাত সম্মেলন ও ইসলামী সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার (১ এপ্রিল) রাতে সিদ্ধিরগঞ্জের পাইনাদি নতুন মহল্লা এলাকায় 'মাদরাসাতুল কুরআন বাংলাদেশের' উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
ক্বিরাত সম্মেলনে কোরআন তেলাওয়াত করেন আন্তর্জাতিক পুরস্কারপ্রাপ্ত শাইখ ক্বারী নাজমুল হাসান, শায়খ ক্বারী জহিরুল ইসলাম, শায়খ ক্বারী এ.কে.এম ফিরোজ, শায়খ ক্বারী মানজুরে আহমদ ও শায়খ ক্বারী আমজাদ হোসাইন। এছাড়াও কোরআন তেলাওয়াত করেন একাধিক রাষ্ট্রে প্রথম স্থান অর্জনকারী হাফেজ নাজমুস সাকিব।
অনুষ্ঠানে ইসলামি সংগীত পরিবেশন করেন দিগন্ত শিল্পীগোষ্ঠির প্রধান হাসান মহসিন, কন্ঠরাজ শিল্পীগোষ্ঠির প্রধান ফুরকান উদ্দীন ফারহান, নবডাক শিল্পীগোষ্ঠির মাহবুবুর রহমান আব্দুল্লাহ ও তাওহিদুল ইসলাম নিরব, সুর সংসদ শিল্পীগোষ্ঠির আব্দুল্লাহ মুজাহিদ প্রমূখ।
সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি মোঃ সাদেকুর রহমান সাদেকের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে ছিলেন বাংলাদেশ খেলাফত কেন্দ্রীয় যুগ্ম-সম্পাদক আলহাজ্ব মোঃ আতিকুর রহমান নান্নু মুন্সী। এছাড়াও অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, মাওলানা মো: শেখ সাদী, মাওলানা আব্দুস সালাম, মাওলানা সালাহ উদ্দীন, মাওলানা আব্দুল মতিন সোবহানী, মাওলানা মুফতী আবু ইউসুফ নোমান, মাওলানা হাসিব আম্মার, মাওলানা মফিজুল ইসলাম ও মাওলানা আলী আকবর আতিক প্রমূখ।
জাতীয় ক্বিরাত সম্মেলনে আখেরি মোনাজাত করেন 'মাদরাসাতুল কুরআন বাংলাদেশের' প্রতিষ্ঠাতা হাফেজ মাওলানা ইবরাহীম। এছাড়া আলোচনায় অংশ নেন মারকাজুল আজিজ মাদ্রাসার মুহাদ্দিস মুফতী মোহাম্মদ আব্দুল্লাহ ফারুকী।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ সিফাত