গাজীপুরের কালিয়াকৈর উপজেলার ফুলবাড়িয়া বাজার এলাকায় সোমবার দুপুরে ফুলবাড়িয়া পুলিশ ক্যাম্পের ইনচার্জ এস আই জামাল উদ্দিনের নেতৃত্বে করোনা সচতেনতাই বিভিন্ন এলাকায় মানুষকে সচেতন করা ও পাঁচশ মাক্স বিতরণ করা হয়েছে।
সাধারণ মানুষকে বর্তমান করোনা পরিস্থিতি আবারো ভয়াবহ আকার ধারণ করায় সকলকে স্বাস্থ্য সচতেনতা ও স্বাস্থ্যবিধি মেনে চলতে উদ্বুদ্ধ করেন। এ সময় উপস্থিত এ এসআই সুবাহানসহ ওই ক্যাম্পের সকল পুলশি সদস্যরা।
বিডি প্রতিদিন/আল আমীন