৮ এপ্রিল, ২০২১ ১০:২৬

টেকনাফে ১৯ হাজার ৯০০ পিস ইয়াবাসহ মাদক কারবারী আটক

টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি

টেকনাফে ১৯ হাজার ৯০০ পিস ইয়াবাসহ মাদক কারবারী আটক

কক্সবাজারের টেকনাফ থানাধীন হোয়াইক্যং পুলিশ ফাঁড়ি এলাকায় র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-১৫)-এর সদস্যরা অভিযান চালিয়ে ১৯ হাজার ৯০০ পিস ইয়াবাসহ শাহ আলম (৩৭) নামে এক রোহিঙ্গা মাদক কারবারীকে আটক করেছে।

গতকাল বুধবার (৭ এপ্রিল) দিবাগত রাতে অভিযান চালিয়ে ওই বিপুল পরিমাণ ইয়াবাসহ তাকে আটক করা হয়। আটককৃত শাহ আলম কক্সবাজার জেলার উখিয়া থানাধীন কুতুপালং ক্যাম্প ১নং এর বাসিন্ধা সলিমুল্লাহর ছেলে।

র‌্যাব-১৫, এর সহকারী পরিচালক (মিডিয়া) সিনিঃ সহকারী পুলিশ সুপার মোঃ আবু সালাম চৌধুরী গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে কক্সবাজার জেলার টেকনাফ থানাধীন হোয়াইক্যং পুলিশ ফাড়ির সামনে অভিযান চালিয়ে এক রোহিঙ্গাকে আটক করা হয়। পরে তার হাতে থাকা ব্যাগ তল্লাশী করে মোট ১৯ হাজার ৯০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। জিজ্ঞাসাবাদে আটক আসামি স্বীকার করে যে- সে দীর্ঘদিন যাবৎ টেকনাফ এর সীমান্তবর্তী এলাকা হতে ইয়াবা সংগ্রহ করে কক্সবাজারসহ দেশের বিভিন্ন জায়গায় বিক্রয় করে আসছে। 

তিনি আরও জানান,উদ্ধার ইয়াবাসহ আটককৃত আসামিকে সংশ্লিষ্ট আইনে মামলা দায়ের করে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।


বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর