বিএনপির চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আরোগ্য ও দীর্ঘায়ু কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৩ এপ্রিল) রাত পৌনে ৮টায় নোয়াখালী জেলা ছাত্রদলের উদ্যোগে জেলা শহরের রশীদ কলোনিস্থ সাবেক এমপি শাহ জাহানের বাস ভবনে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
নোয়াখালী জেলা ছাত্রদলের সভাপতি সভাপতি আজগর উদ্দিন দুখুর সভাপতিত্বে সাধারণ সম্পাদক নোমানের সঞ্চালনায় শতাধিক নেতাকর্মী এ দোয়া মাহফিল অংশ নেন। এ সময় আরো উপস্থিত ছিলেন, নোয়াখালী সদর উপজেলা ছাত্রদলের আহবায়ক শাহেদ বাবু,সদর উপজেলা ছাত্রদলের সদস্য সচিব মো.হাবীব, শহর ছাত্রদলের আহবায়ক মো.ওয়াসিম, শহর ছাত্রদলের সদস্য সচিব মো.ওয়াসিম প্রমূখ।
বিডি প্রতিদিন/হিমেল