রমজানের নিত্যপণ্যের বাজার নিয়ন্ত্রণে রাখতে নাটোরে বাজার পরিদর্শন করেছেন জেলা প্রশাসক মো. শাহরিয়াজ। আজ দুপুরে শহরের নিচাবাজারের কাঁচাবাজার, মাছবাজারসহ বিভিন্ন বাজারপরিদর্শন করেন তিনি।
এ সময় তিনি বাজারে আগত ক্রেতা-বিক্রেতাদের সাথে কথাবলেন। নির্ধারিত দামের চেয়ে নিত্যপণ্যের অতিরিক্তি দাম নেওয়া হল কঠোরব্যবস্থা নেওয়ার কথা জানান তিনি। এসময় অতিরিক্ত জেলা প্রশাসক নাদিমসারোয়ার, নির্বাহী ম্যাজিষ্ট্রেট শরীফ শাওনসহ অন্যরা উপস্থিত ছিলেন।
বিডি প্রতিদিন/আল আমীন