বগুড়ার সোনাতলায় মন্ডমালা কালিমন্দির সংলগ্ন বেইলি ব্রিজের নিচে ভাসমান অবস্থায় পাওয়া গেছে নবজাতকের লাশ। স্থানীয় লোকজন বৃহস্পতিবার সকালে ব্রিজের নিচে নবজাতকের লাশটি দেখতে পায়। উৎসুক জনতা লাশটি দেখতে ভিড় জমায়। পরে সোনাতলা থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে থানায় নিয়ে আসে।
এ ব্যাপারে সোনাতলা থানার অফিসার ইনচার্জ রেজাউল করিম রেজা জানান, ‘লাশটি কার সে বিষয়ে নিশ্চিত হওয়া যায়নি। নবজাতকের লাশটি মর্গে প্রেরণ করা হবে।
বিডি প্রতিদিন/এ মজুমদার