কুড়িগ্রামের রাজারহাট উপজেলায় ট্রাক্টর দিয়ে মাটির কাজ করার সময় ট্রাক্টরের চাকায় পিষ্ট হয়ে চালকের মৃত্যু হয়েছে। নিহত চালকের নাম মানিক মিয়া (২৬) এবং তিনি সদর উপজেলার কাঁঠালবাড়ি ইউনিয়নের জোতগোবর্ধন গ্রামের নুরুল হকের ছেলে। বৃহস্পতিবার বিকেলে চাকিরপাশা ইউনিয়নের বকসীপাড়া গ্রামে পুকুর থেকে মাটি উত্তোলনের সময় ঘটে।
এলাকাবাসীরা জানান, উপজেলার চাকিরপশার ইউনিয়নের খুলিয়াটারী স্কুলের পাশে বকসীপাড়ায় পুকুর থেকে পাশের ইটভাটার মাটি উত্তোলন করে মাটি ভর্তি ট্রাক্টর নিয়ে রাস্তার ওঠেন ট্রাক্টর চালক মানিক। এ সময় অসাবধানতাবশত তার ট্রাক্টররের দুই চাকা উপরে উঠে গেলে চালক মানিক মিয়া নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাক্টরের সাথে নিজের শরীরের ধাক্কা লেগে চাকায় পিষ্ট হন। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। রাজারহাট থানার ওসি রাজু আহমেদ ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
বিডি প্রতিদিন/আল আমীন