চাঁপাইনবাবগঞ্জের নাচোলে র্যাবের একটি দল অভিযান চালিয়ে ৪ কেজি ওজনের ৩টি গাঁজার গাছসহ শ্রী কমল মন্ডল (২০) নামে এক যুবককে আটক করেছে। আটককৃত শ্রী কমল মন্ডল হচ্ছে জেলার নাচোল উপজেলার ফতেপুর ইউনিয়নের মাধবপুর উত্তরপাড়া গ্রামের শ্রী পরান মন্ডলের ছেলে।
শনিবার রাত সোয়া ২টার দিকে তাকে আটক করা হয়।
চাঁপাইনবাবগঞ্জ র্যাব-৫ ক্যাম্প সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে র্যাবের একটি দল জানতে পারে জেলার নাচোল উপজেলার ফতেপুর ইউনিয়নের মাধবপুর উত্তরপাড়া গ্রামের কমল মন্ডলের মালিকানাধীন ঘাসের জমিতে বিশেষ কায়দায় গাঁজা চাষ করা হচ্ছে। এমন তথ্যের ভিত্তিতে র্যাবের দল শনিবার রাত প্রায় সোয়া ২ টার দিকে ওইস্থানে অভিযান চালিয়ে ৩টি ছোট-বড় মিলিয়ে ৪ কেজি গাঁজার গাছসহ তাকে আটক করে। এ ব্যাপারে নাচোল থানায় মাদক দ্রব্য আইনে মামলা হয়েছে।
বিডি প্রতিদিন/কালাম
 
                         
                                     
                                                             
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                        