১৭ এপ্রিল, ২০২১ ১৮:০০

কাহারোল গরুর হাটে উপচে পড়া ভিড়

দিনাজপুর প্রতিনিধি

কাহারোল গরুর হাটে উপচে পড়া ভিড়

দিনাজপুরের বড় হাটগুলোর অন্যতম কাহারোল গরুর হাট। যেখানে করোনার প্রতিরোধে নেই স্বাস্থ্যবিধি মানার বালাই। প্রতি সপ্তাহের শনিবার বসে এখানে গরুর হাটসহ অন্যান্য নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্র ক্রয়-বিক্রয়ের বাজার। হাটে দূর-দূরান্তের মানুষ এই কেনা-বেচায় অংশ নেয়। 

বৃহৎ কাহারোল হাটে বিক্রি হয় গরু-ছাগল। সকাল থেকে বিকাল পর্যন্ত চলে জমজমাট এ হাট। তবে দেখা যায়নি কোন স্বাস্থ্যবিধি মানা কিংবা স্থানীয় প্রশাসনের পদক্ষেপ। বরং দেখা গেছে কাহারোলের প্রাণকেন্দ্রের এই গরুর হাটে উপচে পড়া ভিড়। 

স্থানীয় সুকুমারসহ কয়েকজন জানান, শনিবার দুপুরে গরুর হাটে গিয়ে দেখা গেছে উপচে পড়া ভিড়। যেখানে নিরাপদ দূরত্ব বা কোন স্বাস্থ্যবিধি মানা হচ্ছে না। এই অবস্থা হাটের অন্যান্য দোকানগুলোতেও। দোকনগুলোতে দেখা যায় মাস্ক ছাড়া দোকানিরা এবং মাস্ক ছাড়াই পণ্য কিনছেন ক্রেতারাও। 

এদিকে প্রশাসন বলছে, মানুষের সচেতনতার অভাব। লকডাউন মানার জন্য মানুষকে নানাভাবে বোঝানোর চেষ্টা করা হচ্ছে। প্রয়োজনে আরও কঠোর হতে হবে।  


বিডি প্রতিদিন/ ওয়াসিফ

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর