নীলফামারীর ডোমারে ধানকাটা শ্রমিক বহনকারী মাইক্রোবাসের সঙ্গে ট্রাক্টরের সংঘর্ষে রবিউল ইসলাম (৫০) নামে এক শ্রমিক নিহত হয়েছেন।
মঙ্গলবার (২০ এপ্রিল) রাতে জয়পুরহাট হিলি সড়কের জিয়ার মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় ৮ জন আহত হয়েছেন। নিহত রবিউল শ্রমিক নীলফামারীর ডোমার উপজেলার মীরজাগঞ্জ গ্রামের মৃত মতিউর রহমানের ছেলে।
জানা যায়, ধানকাটা শ্রমিকরা দুপুরে ডোমার থেকে একটি মাইক্রোবাসে করে নওগাঁর আত্রাইয়ে যাওয়ার উদ্দেশ্যে রওয়ানা করেন। এসময় হিলি সড়কের জিয়ার মোড় এলাকায় একটি বালু বোঝাই ট্রাক্টরের সঙ্গে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
পাঁচবিবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পলাশ চন্দ্র দেব জানান, ঘটনাস্থলেই রবিউল মারা যান। আহতদের ফায়ার ব্রিগেড ও স্থানীয়রা উদ্ধার করে জয়পুরহাট আধুনিক হাসপাতালে ভর্তি করেছেন।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ