নাটোরের নলডাঙ্গা উপজেলার শস্যভান্ডার খ্যাত হালতিবিল অঞ্চলে শুরু হয়েছে বোরো ধান কর্তন। হালতি বিলে মাঠ জুড়ে রয়েছে ধান। বিভিন্ন জায়গা থেকে এসেছে শ্রমিকরা। করোনাভাইরাসের দ্বিতীয় ঢেউ মোকাবেলায় ধান কাটা শ্রমিকদের মাঝে মাস্ক,সাবান, পানি ও শুকনো খাবার বিতরণ করা হয়েছে।
বুধবার দুপুরে জেলা ও উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলার পিপরুল ইউনিয়নের খোলাবাড়িয়া এলাকায় প্রায় ২ শতাধিক শ্রমিকদের মাঝে এই সামগ্রী হাতে তুলে দেন নাটোরে অতিরিক্ত জেলা প্রশাসক নাদিম সারওয়ার। এর আগে ভিডিও কনফারেন্সে মাধ্যমে নাটোর সদর আসনের সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুল ধান কাটা অনুষ্ঠানের উদ্বোধন করেন।
নলডাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. আব্দুল্লাহ আল মামুনের সভাপতিত্বে উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক সুব্রত কুমার সরকার, অতিরিক্ত পরিচালক রাকিবুল হাসান, নলডাঙ্গা কৃষি অফিসার ফৌজিয়া ফেরদৌস, নলডাঙ্গা কৃষি সম্প্রসারণ অফিসার কিশোয়ার হোসেন প্রমুখ।
বিডি প্রতিদিন/আল আমীন