ময়মনসিংহের ফুলপুরে রুমেল (১৪) নামে এক শারীরিক প্রতিবন্ধী ও মৃগী রোগীর লাশ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার দুপুর সোয়া ১টার দিকে ফুলপুর বিদ্যুৎ অফিসের পেছনের একটি ফিশারী থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ।
খবর পেয়ে উপজেলা নির্বাহী অফিসার শীতেষ চন্দ্র সরকার, সিনিয়র পুলিশ সুপার (ফুলপুর সার্কেল) দীপক চন্দ্র মজুমদার ও ওসি ইমারত হোসেন গাজী ঘটনাস্থল পরিদর্শন করেছেন। রুমেল পৌরসভার আমুয়াকান্দা বাগানবাড়ির ট্রলি চালক সাইদুল ইসলামের ছেলে ও সরকারি ভাতাভোগী শারীরিক প্রতিবন্ধী।
বাবা সাইদুল বলেন, ‘আমার ছেরার মিরহি ব্যারাম আছিন। তার একটা প্রতিবন্ধী কার্ড আছে। সকাল ৯টার দিকে সে বাড়ি থেকে বের হয়। পরে ১টার সময় খবর পাই সে ফিশারীত পইরা মারা গেছে।’
বিষয়টি নিশ্চিত করে ফুলপুর থানার ওসি ইমারত হোসেন গাজী বলেন, সে প্রতিবন্ধী ও মৃগী রোগী ছিল। সবার ধারণা, ফিশারীর পাড় দিয়ে যাওয়ার সময় সে পানিতে পড়ে গেছে, আর উঠতে পারেনি। পরে ফিশারীওয়ালা রেণু ছাড়তে গিয়ে লাশ ভাসতে দেখে আমাদের খবর দেয়। এ ব্যাপারে নিয়মানুযায়ী একটি অপমৃত্যুর মামলা হয়েছে। তারপর পরিবারের আবেদনক্রমে লাশ তাদের নিকট হস্তান্তর করা হয়।
বিডি প্রতিদিন/এমআই