২৩ এপ্রিল, ২০২১ ১৪:২৫

লাকসামে বোরো ধান কাটা উদ্বোধন

লাকসাম প্রতিনিধি

লাকসামে বোরো ধান কাটা উদ্বোধন

কুমিল্লার লাকসাম উপজেলার পৌরসভা ব্লকে ফাতেমা জাতের ধান কাটার মধ্য দিয়ে বোরো ধান কাটার উদ্বোধন করা হয়েছে। উপজেলা কৃষি কর্মকর্তা সৈয়দ শাহিনুর ইসলাম আনুষ্ঠানিকভাবে এ ধান কাটা উদ্বোধন করেন।

তিনি জানান, 'আবহাওয়া অনুকূলে থাকায় এবার বোরো ধানের ভাল ফলন হয়েছে। উপজেলায় ৭৮০০ হেক্টর জমিতে বোরো আবাদের লক্ষ্যমাত্রা থাকলেও কৃষক ও কৃষি দপ্তরের আন্তরিকতায় নির্ধারিত লক্ষ্যমাত্রার চেয়ে বেশি জমিতে বোরো আবাদ হয়েছে। ফাতেমা জাতের ধানের ২০ বর্গমিটারে কাঁচা ফলন হয়েছে ১৩,১৩০ কেজি। শুকনা ধানে ৬.২৫  মে. টন/হেক্টর এবং চাউলে ফলন ৪.১৩ মে. টন/হেক্টর।

ধান কাটা উদ্বোধনকালে আরও উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার দেলোয়ার হোসেন, উপ-সহকারি উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা আলী আহমেদসহ সংশ্লিষ্ট ব্লকের উপ-সহকারি কৃষি কর্মকর্তা ও কৃষি উদ্যোক্তা রনি আহমেদ প্রমুখ।

 

বিডি প্রতিদিন / অন্তরা কবির 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর