২৩ এপ্রিল, ২০২১ ১৭:২০

শ্রমিক সংকটে বোরো ধান ক্ষেতেই ঝড়ে পড়ার আশংকা

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি

শ্রমিক সংকটে বোরো ধান ক্ষেতেই ঝড়ে পড়ার আশংকা

পটুয়াখালীর কলাপাড়ায় বিস্তীর্ণ মাঠ জুড়ে এখন বোরো ধানের ক্ষেত। চারদিকে পাকা ধানের মৌ মৌ গন্ধে একাকার। বাতাসে দোল খাচ্ছে সোনালী ধানের শীষ। তবে দেশে মহামারি করোনার কারণে ধান কাটা শ্রমিক সংকট দেখা দিয়েছে। তাই কাঙ্খিত পাকা ধান প্রখর রোদে ক্ষেতেই ঝড়ে পড়ার আশংকা রয়েছে কৃষকদের। 

কৃষক ও স্থানীয় সূত্রে জানা গেছে, এ বছর বোরো চাষের জন্য আবহাওয়া অনুকূলে ছিল না।  পুরো মৌসুম জুড়ে পুকুর, খাল-বিলের পানির উপর নির্ভর করতে হয়েছে।  প্রচন্ড তাপদাহে কিছু কিছু জায়গার বোরো ক্ষেতে চিটা হওয়ার আশংকা দেখা দিয়েছে। এছাড়াও ক্ষেতের ধান কাটার জন্য শ্রমিক সংকট দেখা দিয়েছে।' কৃষক মাহাতার মৃধা বলেন, 'এখন ক্ষেত ভরা ধান। কিন্তু করোনার জন্য শ্রমিক পাচ্ছি না। যাদের পাচ্ছি তাদের বেশি মূল্য দিতে হচ্ছে।'

উপজেলা কৃষি কর্মকর্তা মো.আবদুল মান্নান বলেন, 'এ উপজেলায় পাঁচটি ধান কাটার মেশিন বরাদ্ধ পেয়েছি। যেসব স্থানে শ্রমিক সংকট দেখা দিবে, সেখানে মেশিন দিয়ে কৃষকদের সহযোগিতা করা হবে।'

 

বিডি প্রতিদিন / অন্তরা কবির 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর