কক্সবাজারের পেকুয়ায় ঘরে ঢুকে নেজাম উদ্দিন (৩৫) নামে এক ব্যবসায়ীকে গুলি করে হত্যা করেছে সশস্ত্র সন্ত্রাসীরা। নিহত নেজাম উদ্দিন ওই উপজেলায় বারবাকিয়া ইউনিয়নের ভারুয়াখালী এলাকার মৃত শাব্বির আহমদের ছেলে।
শুক্রবার দিবাগত রাত ১টার দিকে এ ঘটনা ঘটে।
শনিবার সকালে পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে।
এ ব্যাপারে পেকুয়া থানার ওসি (তদন্ত) কানন সরকার জানান, এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে। ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেফতারে পুলিশ অভিযান চালাচ্ছে।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন