কিশোরগঞ্জের করিমগঞ্জে কৃষকের পাশে দাঁড়িয়েছেন জেলা কৃষকলীগের নেতা-কর্মীরা। আজ শনিবার করিমগঞ্জ উপজেলার সুতারপাড়া ইউনিয়নের মানিকবন এলাকায় কৃষক সাফায়াত মিয়ার ৮০ শতাংশ জমির ধান কেটে বাড়িতে পৌঁছে দেন তারা।
এতে জেলা কৃষকলীগের সাথে করিমগঞ্জ উপজেলা ও সুতারপাড়া ইউনিয়ন কৃষকলীগের ৫০-৬০ জন নেতাকর্মী অংশ নেন।
জেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন বাচ্চু বলেন, করোনা মহামারিতে কৃষকরা যখন তাদের পাকাধান কাটা নিয়ে শঙ্কায় আছেন, তখন তাদের পাশে দাঁড়িয়েছে কৃষকলীগ। আমরা কৃষক সাফায়াত মিয়ার ৮০ শতাংশ জমির ধান কেটে দিয়েছি। এতে তার মুখে স্বস্তির হাসি দেখে সত্যিই আমাদের ভালো লেগেছে।
কৃষক সাফায়াত মিয়া বলেন, দুঃসময়ে কৃষকলীগের নেতাকর্মীরা আমার জমির ধান কেটে দেয়ায় আমি তাদের প্রতি কৃতজ্ঞ।
কিশোরগঞ্জ জেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন বাচ্চুর নেতৃত্বে ধান কাটায় অংশ নেন জেলা কৃষক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আবুল হাসেম মাস্টার, সদস্য মোস্তাফিজুর রহমান কাঞ্চন, সুতারপাড়া ইউনিয়ন কৃষকলীগের সভাপতি বজলুর রহমান, সাধারণ সম্পাদক জামাল উদ্দিন সোহেল, সাংগঠনিক সম্পাদক তৌফিক সরকার প্রমুখ।
বিডি প্রতিনিধি/আবু জাফর