বঙ্গবন্ধু বাংলাদেশ গেমস- এ পুরুষ একক গলফ প্রতিযোগিতায় স্বর্ণপদক বিজয়ী বগুড়ার শাজাহানপুর উপজেলার গোহাইল ইউনিয়নের লিটন মন্ডলকে সংবর্ধনা দেয়া হয়েছে। গোহাইল ইউনিয়ন আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের পক্ষ থেকে বুধবার তাকে সংবর্ধনা দেয়া হয়।
গোহাইল ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওমর ফারুকের সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা যুবলীগের সিনিয়র সহ-সভাপতি গোহাইল ইসলামিয়া উচ্চ বিদ্যালয় ও কলেজের সভাপতি আলী ইমাম ইনোকী।
বিশেষ অতিথি ছিলেন গোহাইল ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি দিনেশ চন্দ্র পাল, উপজেলা কৃষক লীগের সহ-সভাপতি ডা. আজিজার রহমান, যুগ্ম-সাধারণ সম্পাদক তাজনুর রহমান শাহিন, ইউপি সদস্য এনামুল হক, শাহিন কোব্বাত, রুপিহার যুব সমাজ উন্নয়ন সমিতির সভাপতি মির্জা আহম্মেদ মজনু, সাধারণ সম্পাদক উজ্জল সরকার, আওয়ামী লীগ নেতা খয়বর আলী, বাদশা মিয়া, ইব্রাহিম, বিকাশ, দুদু মিয়া, যুবলীগ নেতা এমদাদ, লাল মিয়া, আরিফ, কাওসার, সংবর্ধিত লিটনের বড় ভাই মোস্তফা কামাল প্রমুখ।
বিডি প্রতিদিন/আরাফাত