নওগাঁর ধামইরহাটে কীটনাশকের বিষ ক্রিয়ায় আক্রান্ত হয়ে এক কৃষকের মৃত্যু হয়েছে। সোমবার সকাল সাড়ে ৬টার দিকে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।
জানা গেছে, উপজেলার আড়ানগর ইউনিয়নের আড়ানগর গ্রামের কৃষক বাদশা মিয়া (৩২) রবিবার দুপুরে বোরো ধানে পোকা দমনের জন্য জমিতে কীটনাশক স্প্রে করতে যায়। একপর্যায়ে কীটনাশকের বিষ ক্রিয়ায় বাদশা অসুস্থ বোধ করলে ওইদিন সন্ধ্যায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরদিন সোমবার সকাল সাড়ে ৬টার দিকে তিনি চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
ধামইরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসক ডা. মো. আবু জার গিফারী বলেন, ওই কৃষক না খেয়ে জমিতে বিষ প্রয়োগ করছিল। তিনি বিষ ক্রিয়ার আক্রান্ত হওয়ার প্রায় ছয় ঘণ্টা পর হাসপাতালে ভর্তি হন। চিকিৎসা নিতে বিলম্ব হওয়ায় রোগীর অবস্থা জটিল আকার ধারণ করে। পরে অনেক চেষ্টার পরও তাকে বাঁচানো সম্ভব হয়নি।
বিডি প্রতিদিন/এমআই