কিশোরগঞ্জের করিমগঞ্জ থেকে একটি দেশিয় তৈরি পিস্তল ও দুটি মোবাইল সেটসহ সাইফুল্লাহ ওরফে সাদ্দাম (৩০) নামে একজনকে গ্রেফতার করেছে র্যাব-১৪, সিপিসি-২ এর একটি দল। তিনি করিমগঞ্জ উপজেলার জয়কা রামনগর গ্রামের আক্কাছ আলীর ছেলে।
আজ মঙ্গলবার ভোরে করিমগঞ্জের কলাবাগ এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
র্যাবের কোম্পানী কমান্ডার উপ পরিচালক লেফটেনেন্ট কমান্ডার বিএন এম. শোভন খান জানান, গোপন সংবাদের ভিত্তিতে কলাবাগ এলাকায় অভিযান চালিয়ে একটি পিস্তল ও দুটি মোবাইল সেটসহ তাকে গ্রেফতার করা হয়। জমি নিয়ে বিরোধে এলাকায় অস্ত্র নিয়ে প্রভাব বিস্তার করে আসছিলেন বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি র্যাবের কাছে স্বীকার করেছেন।
এ ব্যাপারে করিমগঞ্জ থানায় অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে।
বিডি প্রতিদিন/এ মজুমদার