নারায়ণগঞ্জ সদর উপজেলার গোগনগরে একটি সেমাই কারখানায় অভিযান চালিয়ে চার হাজার কেজি ভেজাল সেমাই জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত।
বুধবার দুপুরে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) হাসান বিন মুহাম্মদ আলীর নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এসময় সেমাই কারখানা কর্তৃপক্ষকে এক লাখ টাকা জরিমানা করা হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট জানান, দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত গোগনগরের পূর্ব মসিনাবন্দ সুকুম পট্টি মসজিদের গলিতে অবস্থিত ফারুক হোসেন রিপনের একটি ফুড প্রোডাক্টসে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এসময় বিএসটিআই’র অনুমোদন না থাকা সত্ত্বেও বিএসটিআইয়ের সিলযুক্ত ৯ হাজার ৪১৭ প্যাকেট এবং খোলা ১৪৮টি খাঁচা লাচ্ছা সেমাই জব্দ করা হয়, যার আনুমানিক পরিমাণ ৪ হাজার কেজি। এসময় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তাকে এক লাখ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
অভিযানকালে ভ্রাম্যমাণ আদালতকে সহযোগিতা করেন জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. সেলিমুজ্জামান এবং পুলিশের একটি টিম।
বিডি প্রতিদিন/এমআই