৯ মে, ২০২১ ০৮:৪১

লাকসামের দৌলতগঞ্জ বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড

লাকসাম প্রতিনিধি

লাকসামের দৌলতগঞ্জ বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড

লাকসাম দৌলতগঞ্জ বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডের দৃশ্য

কুমিল্লার লাকসামের দৌলতগঞ্জ বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড হয়েছে। শনিবার (৮ মে) দিবাগত রাত ১টা ৫৫ মিনিটে বাজারের নোয়াখালী রেলগেট সংলগ্ন টিএন্ডটি মার্কেট ও আশপাশের দোকানে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। অগ্নিকাণ্ডে বনফুল কনফেকশনারী, এস.আর ইলেকট্রিকসহ আশপাশে থাকা আরও কয়েকটি ইলেকট্রিক দোকানসহ কয়েকটি ওষুধের দোকান পুড়ে ছাঁই হয়ে গেছে। অগ্নিকাণ্ডে কয়েক কোটি টাকার ক্ষতির আশঙ্কা করা হচ্ছে। প্রাথমিক অগ্নিকাণ্ডের কারণ জানা যায়নি।

স্থানীয় ব্যবসায়ীরা জানান, খুব দ্রুত সময়ের মধ্যে আগুনের তীব্রতা বেড়ে যায়। খবর পেয়ে তাৎক্ষণিক ফায়ার সার্ভিস দলের সদস্যরা এলেও প্রয়োজনীয় পানি সমস্যার কারণে আগুন নিয়ন্ত্রণে আনতে বিড়ম্বনায় পড়েন। বাজার এলাকার জগন্নাথ দিঘীতে বেশ কিছুদিন থেকে সৌন্দর্যবর্ধনের কাজ চলায় এটিকে পানিশূন্য রয়েছে। পাশের এই দিঘীটি ছাড়া বাজার এলাকায় আর কোনো পুকুর বা জলাশয় নেই। লাকসামের ফায়ার সার্ভিস তাদের নিজস্ব পানির ব্যবস্থাপনায় রাত ৩টার দিকে অগ্নিকাণ্ড নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন। রিপোর্টটি লিখা পর্যন্ত অগ্নিকাণ্ডে ক্ষয়ক্ষতির পরিমাণ জানা না গেলেও কয়েক কোটি টাকার ক্ষতি হওয়ার কথা প্রাথমিকভাবে জানা গেছে। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা পুঁজি হারিয়ে বিপাকে পড়েছেন।

উল্লেখ্য, ২০১৭ সালের ২০ জানুয়ারি রাতে লাকসাম দৌলতগঞ্জ বাজারের মনোহরিপট্টিতে ভয়াবহ অগ্নিকাণ্ডে শতাধিক দোকান পুড়ে শত কোটি টাকার ক্ষতি হয়েছিল। 

বিডি প্রতিদিন/জুনাইদ আহমেদ 

 

 

 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর