ফরিদপুরের মধুখালীতে উপজেলা কৃষি অফিসের আয়োজনে নিরাপদ উদ্যান-তাত্ত্বিক ফসল উৎপাদন ও সংগ্রহোত্তর ব্যবস্থাপনা প্রকল্পের আওতায় কৃষকদের নিয়ে প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।
রবিবার বিকেলে উপজেলা কৃষি অফিসে এ প্রশিক্ষণের আয়োজন করা হয়। মধুখালী উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ আলভীর রহমানের সভাপতিত্বে প্রধান আলোচক হিসাবে উপস্থিত ছিলেন জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপ-পরিচালক কৃষিবিদ মো. জাহিদুল আলম।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার মো. রফিকুল ইসলাম, উপ-সহকারী কৃষি অফিসার মো. সাইফুর রহমান প্রমুখ। প্রশিক্ষণে মধুখালী উপজেলার বেশ কয়েকজন কৃষক অংশ নেন।
বিডি প্রতিদিন/আবু জাফর