মৌলভীবাজারের শ্রীমঙ্গলে গ্লোবাল শ্রীমঙ্গল নামে আমেরিকা প্রবাসী একটি সামাজিক সংগঠনের এর পক্ষ থেকে অসহায় দরিদ্র পরিবারের মধ্যে ঈদ উপহার খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। মঙ্গলবার শহরের চন্দ্রনাথ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মাঠে এই উপহার সামগ্রী বিতরণ করা হয়।
গ্লোবাল শ্রীমঙ্গল এর কার্যকরী পরিষদের সদস্য শেখ সারোয়ার জাহান জুয়েলের সভাপতিত্বে ও নিপেশ ঘোষের সঞ্চালনায় খাদ্য সামগ্রী বিতরণ করেন অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা নজরুল ইসলাম।
বিশেষ অতিথি হিসাবে ছিলেন শ্রীমঙ্গল সরকারি কলেজের সহকারি অধ্যাপক বিজন চন্দ্র দেবনাথ, ওসি (অপারেশন) নয়ন কারকুন, অধ্যাপক অবিনাশ আচার্য, চন্দ্রনাথ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জহর তরপদার ও শিক্ষক বিমান বর্ধন।
এ সময় আরো উপস্থিত ছিলেন মো. আজিজুর রহমান নাঈম, দ্বিগবিজয় রায় আকাশ, রহিম নোমানী, নিজাম উদ্দিন প্রমুখ। উপহার সামগ্রীর মধ্য ছিল ৫ কেজি চাল, ১ কেজি ডাল, ১ কেজি চিনি, ১ লিটার ভোজ্য তেল, ১ কেজি লবন, ১ কেজি আলু, ১ কেজি পিঁয়াজ, ২ প্যাকেট সেমাই, ১ প্যাকেট দুধ, সাবান, খেজুর ও মাস্ক।
বিডি প্রতিদিন/আল আমীন