১১ মে, ২০২১ ২২:২৯

বাগেরহাটে কর্মহীন ৪২ খেলোয়াড় পেল সহায়তা

বাগেরহাট প্রতিনিধি:

বাগেরহাটে কর্মহীন ৪২ খেলোয়াড় পেল সহায়তা

বাগেরহাটে করোনা ভাইরাসের সংক্রমণে কর্মহীন হয়ে পড়া ৪২ জন খেলোয়াড়কে সহায়তা দিয়েছে জেলা প্রশাসন। মঙ্গলবার দুপুরে বাগেরহাট পুলিশের কাবাডি গ্রাউন্ডে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক)  খোন্দকার মো. রিজাউল করিম খেলোয়াড়দের হাতে নগদ অর্থ ও খাদ্য সহায়তা তুলে দেন। প্রত্যেক খেলোয়াড়কে নগদ এক হাজার টাকা ও ২০ কেজি করে চাল দেয়া হয়।

সহায়তা প্রদান অনুষ্ঠানে বাগেরহাট পৌরসভার মেয়র ও জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক খান হাবিবুর রহমান, বাগেরহাট সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুহাম্মদ মুছাব্বেরুল ইসলামসহ ক্রীড়া সংগঠকরা উপস্থিত ছিলেন।

অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক)  খোন্দকার মো. রিজাউল করিম বলেন, করোনা ভাইরাসের সংক্রমণে সরকারের দেয়া লকডাউনে সরকারের দেয়া বরাদ্দ থেকে আমরা জেলার প্রত্যেক কৃতি খেলোয়াড়কে নগদ এক হাজার টাকা ও ২০ কেজি করে চাল সহায়তা দিয়েছি।

বিডি প্রতিদিন/হিমেল

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর