ফিলিস্তিনীদের উপর ইসরায়েলি বাহিনীর চালানো গণহত্যার প্রতিবাদে কিশোরগঞ্জে মানববন্ধন কর্মসূচি পালন করেছে কমিউনিস্ট পার্টি।
আজ বুধবার বেলা ১১ টায় শহরের রঙমহল চত্বরের সামনের সড়কে ঘণ্টাব্যাপী এ কর্মসূচি পালিত হয়।
মানববন্ধনে বক্তারা ফিলিস্তিনীদের উপর চালানো ইসরায়েলের বর্বর হত্যাযজ্ঞের তীব্র নিন্দা জানান। তারা অপশক্তি ইসরায়েলের বিরুদ্ধে বিশ্ববাসীকে আরও সক্রিয় ভূমিকা পালনের আহ্বান জানান।
এ সময় বক্তব্য রাখেন জেলা কমিউনিস্ট পার্টির সভাপতি সৈয়দ নজরুল ইসলাম, সাধারণ সম্পাদক আবুল হাসেম, জেলা ট্রেড ইউনিয়ন কেন্দ্রের সভাপতি সিরাজুল ইসলাম সাত্তার, সাধারণ সম্পাদক আব্দুর রহমান রুমী, কমিউনিস্ট পার্টির নেতা এডভোকেট হাসান ইমাম রঞ্জু, নূরুল হুদা দুলাল, সেলিম উদ্দিন খান, মোস্তফা কামাল নান্দু, নূরুল হক, কমিউনিস্ট পার্টি বৌলাই শাখার সম্পাদক মাহতাব উদ্দিন প্রমুখ। নির্যাতিত ফিলিস্তিনীদের প্রতি সংহতি জানিয়ে মানববন্ধনে অংশ নেন কিশোরগঞ্জ নাগরিক অধিকার সুরক্ষা মঞ্চের আহ্বায়ক শেখ সেলিম কবির।
বিডি প্রতিদিন/হিমেল