নওগাঁর পোরশায় ভটভটি ও মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে হাফেজ রুবেল (২৮) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। বুধবার বিকেলে সরাইগাছি মোড়ে এই ঘটনাটি ঘটে। নিহত রুবেল উপজেলার সরাইগাছি গ্রামের মহসিন আলীর ছেলে।
পোরশা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শফিউল আজম খাঁন জানান, রুবেল বিকেলে নিজ বাড়ি থেকে মোটরসাইকেল চালিয়ে সরাইগাছি মোড়ে পৌঁছলে বিপরীত দিক থেকে আসা একটি ভুটভুটির সাথে ধাক্কা লাগে। এতে রুবেল গুরুতর আহত হলে স্থানীয়রা তাকে উদ্ধার করে পোরশা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ওসি আরও জানান, ভটভটিটি আটক করা হলেও চালক পালিয়ে গেছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন আসে বলে তিনি জানান।
বিডি প্রতিদিন/এ মজুমদার