প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি, বীর মুক্তিযোদ্ধা মোস্তাফিজুর রহমান ফিজার এমপি বলেছেন, 'বাংলাদেশকে বিশ্বের সাথে এগিয়ে নিতে হলে জ্ঞান ও বুদ্ধি দিয়েই এগিয়ে যেতে হবে।'
তিনি আরও বলেন, 'বর্তমান যুগ তথ্য প্রযুক্তির যুগ। বিজ্ঞানকে কাজে লাগিয়ে বিশ্বের দরবারে বাংলাদেশের বিজ্ঞানীদের স্থান করে নিতে হবে। গুণগতভাবে ভালো শিক্ষার্থীদের দ্বারাই সেটা সম্ভব। বিদ্যালয়ে ভালো লেখাপড়া না হলে, বহুতল ভবন কোন কাজে আসবে না। করোনাকালে দেশের শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ। কাজেই বিকল্প পদ্ধতি অবলম্বন করে শিক্ষার্থীদেরকে পড়াশোনার মধ্যেই রাখতে হবে। করোনার বিরুদ্ধে যেহেতু কোন অস্ত্র নেই, তাই স্বাস্থ্যবিধি মেনেই করোনাকে মোকাবেলা করতে হবে।'
দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার বেতদীঘি ইউনিয়নে আজ শুক্রবার সকাল ১০টায় মালঞ্চা (দামারপাড়) বিদ্যালয়ের একাডেমিক ভবন নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
এছাড়াও ভিত্তিপ্রস্তর উদ্বোধনকালে বিদ্যালয়ের প্রধান শিক্ষক আজিজুল হকের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বেতদীঘি ইউপি চেয়ারম্যান শাহ মো. আব্দুল কুদ্দুস, কাজিহাল ইউপি চেয়ারম্যান মানিক রতন, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আশরাফুল আলম ডাবলু, বীর মুক্তিযোদ্ধা মোস্তাফিজুর রহমান ইন্সটিটিউটের প্রধান শিক্ষক সাইফুল ইসলাম প্রমুখ।
বিডি প্রতিদিন / অন্তরা কবির