ঝালকাঠির রাজাপুরে অবৈধভাবে যৌন উত্তেজক ওষুধ তৈরির দায়ে দুইজনকে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। শুক্রবার সকাল সোয়া ১০টার দিকে উপজেলার পশ্চিম চাড়াখালী এলাকায় অভিযান চালিয়ে ভ্রাম্যমাণ আদালতের বিচারক ইউএনও মো. মোক্তার হোসেন এ দণ্ড দেন।
দণ্ডপ্রাপ্তরা হলেন উপজেলার বড় কৈবর্তখালী গ্রামের মো. আসফাক আহম্মেদ তানভিরের দুই ছেলে সানারুল্লাহ (২৪) ও নাছরুল্লাহ (২০)।
জানা গেছে, পশ্চিম চাড়াখালী আজিজিয়া আলিম মাদ্রাসার অধ্যক্ষ মুহাম্মদ সাইফুল হক অবৈধভাবে যৌন উত্তোজক ওষুধ তৈরি করে বাজারজাত করে আসছিলেন। খবর পেয়ে উপজেলা প্রশাসন ঘটনার সত্যতা পায়। তখন তার দুই সহযোগীকে অর্থদণ্ড প্রদান করেন ভ্রাম্যমাণ আদালত। তবে অধ্যক্ষ মুহাম্মদ সাইফুল হক পলাতক রয়েছেন।
বিডি প্রতিদিন/জুনাইদ আহমেদ