নাটোরের সিংড়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে লালোর ইউনিয়নের মোহনপুর গ্রামে এরশাদ আলী নামে (২৫) এক যুবকের মৃত্যু হয়েছে। শনিবার সকাল সাড়ে ৮টার দিকে এই দুর্ঘটনা ঘটে। এরশাদ আলী উপজেলার মোহনপুর গ্রামের মৃত ময়েজ আলীর ছেলে।
এলাকাবাসী ও পারিবারিক সূত্রে জানা যায়, শনিবার সকাল সাড়ে ৮টার দিকে এরশাদ ঘরের আলো জ্বালাতে বিদ্যুতের সুইচ দিতে যান এরশাদ আলী। তখন সুইচের তার বের হয়ে থাকায় তারের স্পর্শে বিদ্যুৎস্পৃষ্ট হন তিনি। এতে তিনি পড়ে গিয়ে গুরুতর আহত হন। পরবর্তীতে তাকে চিকিৎসার জন্য নাটোর সদর হাসপাতালে নেওয়া হয়। কিন্তু কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বিডি প্রতিদিন/জুনাইদ আহমেদ