টাঙ্গাইলের কালিহাতীতে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৪০তম মৃত্যুবার্ষিকী পালন অনুষ্ঠানে যোগ দিতে যাওয়ার পথে বিএনপি নেতাদের ওপর ছাত্রলীগ ও যুবলীগের নেতাকর্মীদের দ্বারা হামলার অভিযোগে সংবাদ সম্মেলন করা হয়েছে। সোমবার (৩১ মে) দুপুরে টাঙ্গাইল প্রেসক্লাব বঙ্গবন্ধু অডেটোরিয়াম হল রুমে কালিহাতী উপজেলা যুবদল ও স্বেচ্ছাসেবক দল এ সংবাদ সম্মেলনের আয়োজন করেন।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন কালিহাতী উপজেলা যুবদলের সদস্য সচিব মো. শামীম আল মামুন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মো. হারুন অর রশিদ, সদস্য সচিব মো. আরিফ হোসেন, পৌর সেচ্ছাসেবক দলের সদস্য সচিব মো. মুজাহিদুল ইসলাম, এলেঙ্গা পৌর যুবদলের আহবায়ক মো. আঃ বাতেন, সদস্য সচিব মো. আজগর আলী, কালিহাতী পৌর যুবদলের আহবায়ক মো. আনোয়ার হোসেন, সদস্য সচিব মো. জনি রহমানসহ আন্যান্য নেতৃবৃন্দ।
এ প্রসঙ্গে উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক মনিরুজ্জামান মনির বলেন, বিএনপি নেতাকর্মীরা সড়ক অবরোধ করে মিছিল করার সময় আমরা তাদের সরিয়ে দেই। তাছাড়া ওই সময় অন্য কোনো ঘটনা ঘটেনি।
বিডি-প্রতিদিন/সিফাত আব্দুল্লাহ
 
 
                         
                                     
                                                             
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                        