বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে ভোলার চরফ্যাশনে বিভিন্ন জাতের ফলজবৃক্ষ রোপণের মাধ্যমে অভিযানের উদ্বোধন করা হয়েছে।
'মুজিববর্ষে অঙ্গীকার করি, সোনার বাংলা সবুজ করি।'-এই প্রতিপাদ্য শ্লোগান নিয়ে স্বেচ্ছাসেবী সংগঠন 'ইয়ুথ পাওয়ার ইন বাংলাদেশ'-এর উদ্যোগে অভিযান কর্মসূচি গ্রহণ করা হয়।
রবিবার (৬ জুন) দুপুর ১টায় চরফ্যাশন পৌরসভার মোঃ মোরশেদ ও চরফ্যাশন ভূমি অফিসের অভ্যন্তরে সহকারি কমিশনার (ভূমি) রিপন বিশ্বাস নিজ নিজ কার্যালয়ের অভ্যন্তরে বিভিন্ন প্রজাতির বৃক্ষরোপণ করে লাগিয়ে অভিযানের উদ্বোধন করেন।
এসময় পৌর কাউন্সিলর আকতারুল আলম সামু, চরফ্যাশন উপজেলা জলবায়ু ফোরাম সভাপতি এম আবু সিদ্দিক, ইয়ুথ পাওয়ার ইন বাংলাদেশ চরফ্যাশন শাখার সভাপতি মনির আসলামি, সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম, কো-অর্ডিনেটর মোঃ তরিকুল ইসলাম উপস্থিত ছিলেন৷
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ আল সিফাত
 
                         
                                     
                                                             
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                        