গাইবান্ধার ব্যবসায়ী হাসান আলী হত্যার সাথে জড়িতদের গ্রেফতার, সদর থানার ওসির অপসারণসহ ৪ দফা বাস্তবায়নের দাবিতে আগামী ১০ জুন সকাল ৬টা থেকে দুপুর ২টা পর্যন্ত হরতালের ডাক দিয়েছে ‘হাসান হত্যার প্রতিবাদ মঞ্চ’। হরতালের সমর্থনে সোমবার শহরের বিভিন্ন স্থানে সমাবেশ ও বিক্ষোভ মিছিল করেছেন তারা।
সমাবেশে বক্তারা বলেন, গাইবান্ধা জেলা আওয়ামী লীগের বাহিস্কৃত উপদপ্তর সম্পাদক মাসুদ রানার বাড়ি থেকে গত ১০ এপ্রিল পুলিশ হাসান আলী নামে জুতা ব্যবসায়ীর ঝুলন্ত লাশ উদ্ধার করে। সুদে টাকা লেনদেনের কারণে বাড়িতে এক মাস আটকে রেখে মাসুদ রানা ব্যবসায়ী হাসানকে হত্যা করেন বলে নিহতের পরিবারের মামলা দায়ের করেছেন। এই হত্যাকান্ডের বিচারের দাবিতে আন্দোলন কর্মসূচির অংশ হিসাবে ৩১ মে গাইবান্ধা পুলিশ সুপারের কার্যালয়ে অবস্থান ও আইজিপি বরাবর স্মারকলিপি প্রদান করা হয়।
সেখানে সাত দিনের মধ্যে সদর থানার ওসির অপসারণসহ ৪ দফা দাবি মেনে নেয়া না হলে ১০ জুন হরতাল পালনের ঘোষণা দেয়া হয়েছিল। ইতোমধ্যে সাতদিন অতিবাহিত হলেও দাবি মেনে নেয়া হয়নি। তাই ১০ জুন হরতাল সফল করতে গাইবান্ধার ব্যবসায়ীসহ সর্বস্তরের জনগণের প্রতি আহবান জানান নেতৃবৃন্দ।
হাসান হত্যার প্রতিবাদ মঞ্চের সমন্বয়ক আমিনুল ইসলাম গোলাপের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন নিহত হাসান আলীর স্ত্রী বিথী বেগম, পুত্র কায়েস, জেলা কমিউনিস্ট পার্টির সভাপতি মিহির ঘোষ, জেলা জাসদের সভাপতি গোলাম মারুফ মনা, জেলা বার এ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক এ্যাড. সিরাজুল ইসলাম বাবু প্রমুখ।
বিডি প্রতিদিন/আল আমীন