মাগুরায় পারিবারিরক কলহের জের ধরে আভা রানী বিশ্বাস (৫০) নামে এক গৃহবধূকে তার দেবর নিশিকান্ত বিশ্বাস পিটিয়ে মুখে বিষ ঢেলে হত্যা করেছে বলে নিহতের স্বজনরা অভিযোগ করেছে। এ ঘটনায় স্বামী সুশান্ত বিশ্বাসকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।
মাগুরা ২৫০ শয্যা সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যাওয়া গৃহবধূর ছোট বোন লিপিকা নারী বিশ্বাস জানান, গত সোমবার তার বোনকে বোনের দেবর নিশিকান্ত বিশ্বাস পারিবারিক কলহের জেরে বেদম প্রহার করে। বুধবার সকাল সাড়ে ১০টার দিকে তাকে আবার মেরে তার মুখে বিষ ঢেলে দিয়ে হাসপাতালে ভর্তি করে। আমরা খবর পেয়ে হাসপাতালে এস তাকে মৃত অবস্থায় পায়।
মাগুরা ২৫০ শয্যা হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডাক্তার এনামুল কবির জানান, আজ সকালে আভা রানী বিশ্বাস বিষ খেয়েছে মর্মে মুমূর্ষু অবস্থায় সকাল সাড়ে ১০টার দিকে হাসপাতালে ভর্তি করা হয়। এখানে চিকিৎসাধী অবস্থায় তার মৃতু হয়েছে।
এ বিষয়ে শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুকদেব রায় জানান, মরদেহটি ময়নাতদন্তের জন্য মাগুরা সদর হাসপাতাল মর্গে রয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট হাতে পেলে বোঝা যাবে এটি হত্যা নাকি আত্মহত্যা। তবে গৃহবধূর স্বামী সুশান্তকে পুলিশের হেফাজতে রাখা হয়েছে। দেবর নিশিকান্ত বিশ্বাসকে আটকের চেষ্টা চলছে।
বিডি প্রতিদিন/আল আমীন