বগুড়ার ধুনট উপজেলায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার হিসেবে ভূমিহীদের জন্য সদ্য নির্মিত বাড়ি পরিদর্শন করেছেন জেলা প্রশাসক মো. জিয়াউল হক। বৃহস্পতিবার দুপুরে উপজেলার সুলতানহাটা ও মালোপাড়া আশ্রয় কেন্দ্র পরিদর্শন শেষে ভূমিহীনদের সঙ্গে মতবিনিময় করেন তিনি।
এ সময় উপস্থিত ছিলেন ধুনট উপজেলা নির্বাহী কর্মকর্তা সঞ্জয় কুমার মহন্ত, ধুনট থানার ওসি কৃপা সিন্ধু বালা, পৌর মেয়র এজিএম বাদশাহ্, ভাইস চেয়ারম্যান মহসীন আলম, ইউপি চেয়ারম্যান লাল মিয়া, পৌর কাউন্সিলর আলী আজগর মান্নান প্রমুখ।
বিডি প্রতিদিন/আল আমীন