১২ জুন, ২০২১ ১৬:৪৭

বগুড়ায় ভূমিহীনদের বাড়ি পরিদর্শনে সরকারি কর্মকর্তারা

নিজস্ব প্রতিবেদক, বগুড়া

বগুড়ায় ভূমিহীনদের বাড়ি পরিদর্শনে সরকারি কর্মকর্তারা

ভূমিহীন, মুজিববর্ষ, পরিদর্শন

বগুড়ার ধুনট ও শাজাহানপুর উপজেলায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার হিসেবে দ্বিতীয় দফায় ভূমিহীন পরিবারের বাড়ি পরিদর্শন করলেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের পরিচালক-১২ একেএম মনিরুজ্জামান।

শনিবার দুপুরে ধুনট উপজেলার সুলতানহাটা ও মালোপাড়া এলাকার সরকারি জমিতে নির্মিত ১২০টি বাড়ি পরিদর্শন শেষে ভূমিহীনদের সঙ্গে মতবিনিময় করেন তিনি। এ সময় উপস্থিত ছিলেন ধুনট উপজেলা নির্বাহী কর্মকর্তা সঞ্জয় কুমার মহন্ত, পৌর মেয়র এজিএম বাদশাহ, ভাইস চেয়ারম্যান মহসীন আলম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আব্দুল আলিম, প্রভাষক সিরাজুল হক লিটন প্রমুখ।

অপরদিকে শনিবার বেলা সাড়ে ১১টার দিকে জেলার শাজাহানপুর উপজেলার ডোমনপুকুর বুদাপাড়া গ্রামে আশ্রয়ণ প্রকল্প-২ এর আওতায় ১৩ টি ভূমিহীন পরিবারে জন্য নির্মিত এই ঘর পরিদর্শন করেন তিনি। এসময় দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে খাদ্যসামগ্রী হিসেবে ত্রাণ বিতরণ করেন। 

পরিদর্শনকালে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আসিফ আহমেদ, সহকারী কমিশনার (ভূমি) আশিক খান, উপজেলা প্রকল্প কর্মকর্তা আব্দুল জব্বার প্রমুখ। 

প্রধানমন্ত্রী কার্যালয়ের পরিচালক মনিরুজ্জামান বলেন, প্রধানমন্ত্রীর ঘোষণা দেশে কোনো ভূমিহীন, গৃহহীন মানুষ থাকবে না। সেই লক্ষ্যেই কাজ করে যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

শাজাহানপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা আসিফ আহমেদ বলেন, মুজিববর্ষে প্রধানমন্ত্রীর উপহার হিসেবে প্রথমবারের মতো সারা দেশে একসঙ্গে ৬৬ হাজার ১৮৯টি ভূমিহীন-গৃহহীন পরিবারকে ২ শতাংশ খাস জমির মালিকানা দিয়ে বিনা পয়সায় দুই কক্ষ বিশিষ্ট ঘর নির্মাণ করে দেয়া হচ্ছে। এছাড়া দ্বিতীয় পর্যায়ে আরও ৫০ হাজার গৃহহীনদের ঘর নির্মাণ কাজ উদ্বোধনের অপেক্ষায় রয়েছে।

বিডি প্রতিদিন/আবু জাফর

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর