লালমনিরহাটের আদিতমারীতে মসজিদের ছাদ থেকে পড়ে নয়ন চন্দ্র (২২) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। রবিবার (১৩ জুন) দুপুরে আদিতমারী সরকারি কলেজের পুরাতন মসজিদ ভাঙতে গিয়ে এ দুর্ঘটনা ঘটে। মৃত নয়ন চন্দ্র উপজেলা সদরের ভাদাই ইউনিয়নের স্টোরপাড়া এলাকার সতিশ চন্দ্রের ছেলে।
পুলিশ ও স্থানীয়রা জানান, আদিতমারী সরকারি কলেজে নতুন মসজিদ নির্মাণ করার জন্য পুরাতন মসজিদটি ভাঙার কাজ চলছিল। নয়ন চন্দ্রসহ কয়েকজন শ্রমিক সেখানে কাজ করছিলেন। ঘরের টিন খুলতে ছাদে ওঠেন নয়ন। এসময় পা পিছলে নিচে পড়ে গুরুতর আহত হন তিনি। পরে তাকে উদ্ধার করে আদিতমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
আদিতমারী থানার ওসি (তদন্ত) গুলফাম মিয়া ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, লাশ উদ্ধার করে মর্গে প্রেরণ করা হয়েছে।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ আল সিফাত