২০ জুন, ২০২১ ২১:২০

ফেনীতে কিশোর গ্যাংয়ের হামলায় মাদ্রাসাছাত্রের মৃত্যু

ফেনী প্রতিনিধি:

ফেনীতে কিশোর গ্যাংয়ের হামলায় মাদ্রাসাছাত্রের মৃত্যু

ফেনী শহরের বিরিঞ্চি এলাকায় কিশোর গ্যাংয়ের হামলায় মেহেরাজ (১৮) নামে এক মাদ্রাসাছাত্রের রবিবার মৃত্যু হয়েছে। ইভটিজিংয়ের প্রতিবাদ করায় স্থানীয় কিশোর গ্যাংয়ের সদস্যরা গত ১৮ মে তাকে পিটিয়ে ও ইট দিয়ে মাথা থেতলিয়ে আহত করে। দীর্ঘ এক মাস চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন থাকা অবস্থায় রবিবার সকালে তার মৃত্যু হয়। মেহরাজ ফেনী শহরের বিরিঞ্চির এলাকার ফকিব বাড়ির মৃত আবদুল্লার ছেলে। 

নিহতের স্বজনরা জানায়, মেহেরাজের বন্ধু নোমানের বোনকে এলাকার কিশোর গ্যাংয়ের সদস্যরা নিয়মিত ইভটিজিং করলে সে প্রতিবাদ করে। এর জের ধরে স্থানীয় কিশোর গ্যাংয়ের সদস্য নোমান তার সাঙ্গপাঙ্গ নিয়ে ১৮ মে তাকে বিরিঞ্চি এলাকায় ধরে মারধর করে ও ইট দিয়ে তার মাথায় আঘাত করে থেতলে দেয়। তার চিৎকারে এলাকার লোকজন এগিয়ে এসে তাকে উদ্ধার করে ফেনী জেনারেল হাসপাতালে ভর্তি করে। অবস্থার অবনতি হলে তাকে চট্রগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। 
 
ফেনী মডেল থানার অফিসার ইনচার্জ মো. নিজাম উদ্দিন জানান, এই ব্যাপারে ১০ জনকে আসামি করে থানায় মামলা হয়েছে। একজনকে গ্রেফতার করা হয়েছে। বাকীদের গ্রেফতারের চেষ্টা চলছে। 

বিডি প্রতিদিন/ মজুমদার 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর