করোনার বিস্তার রোধে ময়মনসিংহ সিটি করপোরেশনের ১১টি এলাকায় চলাচলের উপর বিধিনিষেধ আরোপ করেছে জেলা প্রশাসন। বৃহস্পতিবার বিকালে জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল হকের স্বাক্ষরিত গণবিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।
ওই বিজ্ঞপ্তিতে নগরীর মাসকান্দা বাসস্ট্যান্ড, চরপাড়া, নয়াপাড়া, কৃষ্টপুর, আলিয়া মাদ্রাসা এলাকা, নওমহল, আর কে মিশন রোড, বাউন্ডারি রোড, পাটগুদাম, কাঁচিঝুলি ও গাঙ্গিনারপাড় এলাকার কথা উল্লেখ করা হয়েছে। আগামীকাল শুক্রবার সকাল ৬টা থেকে ১ জুলাই মধ্যরাত পর্যন্ত সেসব এলাকায় কোভিড-১৯ রোধকল্পে চলাচলে বিধিনিষেধ দেয়া হয়েছে।
বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, এ বিধিনিষেধ চলাকালে শুধুমাত্র আইন-শৃঙ্খলা এবং জরুরি পরিষেবা, গণমাধ্যম, বেসরকারি নিরাপত্তা ব্যবস্থা, ডাক সেবাসহ অন্যান্য জরুরি সেবার সঙ্গে সংশ্লিষ্টরা এবং পণ্যবাহী ট্রাক এ নিষেধাজ্ঞার আওতায় থাকবেনা। এই আদেশ অমান্য করলে আইনানুগ ব্যবস্থা নেয়ার কথাও উল্লেখ করা হয়েছে।
জেলা প্রশাসকের কার্যালয় সূত্র জানায়, গত ২৪ ঘণ্টায় জেলায় নতুন করে ৪৮৮ জনের নমুনা পরীক্ষায় ৫৭ জন করোনা রোগী শনাক্ত হয়েছে। সংক্রমণের হার ১১ দশমিক ৬৮ ভাগ।
বিডি প্রতিদিন/আবু জাফর