বগুড়া সদর উপজেলার সাতশিমুলিয়া থেকে ধাওয়াকান্দি বিশ্বরোড পর্যন্ত ৩ কিলোমিটার রাস্তা পাকাকরনের দাবিতে মানববন্ধন ও ওই সড়কের উপর ধানের চারা রোপণ করে প্রতিবাদ জানালো এলাকাবাসী। বৃহস্পতিবার সকাল থেকে দুপুর পর্যন্ত এলাকার সহস্রাধিক নারী পুরুষ মানববন্ধন কর্মসূচি পালন করে।
বৃহস্পতিবার সকাল ১১টায় বগুড়া সদরের লাহিড়ীপাড়া ইউনিয়নের উত্তর সাতশিমুলিয়ায় মানববন্ধন কর্মসূচিতে উপস্থিত ছিলেন লাহিড়ীপাড়া ইউনিয়ন সচেতন নাগরিক সমাজের সভাপতি আজহারুল হান্নান রিপু, সাধারণ সম্পাদক জহুরুল ইসলাম উজ্জল, স্থানীয় এলাকাবাসী দেলোয়ার হোসেন, রবীন্দ্রনাথ, মন্টু মাস্টার, যতিন্দ্র নাথ, প্রভাত চন্দ্র, রাজ কুমার, হেলাল উদ্দিন, শ্রী গৌতম চন্দ্র, পরিতোষ, রফিকুল ইসলাম, আ. লতিফ, আ. সামাদ, ভুগোতি চন্দ্র, তরুণ চন্দ্র, শুবেল চন্দ্র, লাল মিয়া, বিলাস, প্রমুখ।
এ সময় বক্তারা বলেন, স্বাধীনতার পরবর্তী থেকে আজ পর্যন্ত এই রাস্তাটির সংস্কারে কোন পদক্ষেপ নেয়া হয়নি। উত্তর সাতশিমুলিয়া হতে মধু মাঝিড়ার ৭ গ্রামের প্রায় ১০ হাজার মানুষ এ রাস্তায় চলাচল করে। সড়ক সংস্কার না হওয়ায় এলাকাবাসির দুর্ভোগে পড়েছে। এলাকবাসী অবিলম্বে রাস্তা পাককারনের দাবি জানান।
বগুড়া সদর উপজেলা চেয়ারম্যান আবু সুফিয়ান সফিক জানান, জনগুরুত্বপূর্ন এ রাস্তার কিছু অংশে উপজেলা পরিষদ থেকে ইট বিছানোর কাজ করা হয়েছে। রাস্তা পাকাকরনে প্রয়োজনীয় সকল পদক্ষেপ নেয়া হবে।
বিডি প্রতিদিন/আল আমীন